আগুনকে ভালোবেসে
মাখতে চেয়েছি অনুক্ষণ
লুটেরা লুট করে গেল
কামনার হলো বিসর্জন।


ডুবে গেল চেনা ফাগুন
অস্তাচলের অচেনা পথে
ঝড় বয়ে গেলো গভীরে
রঙের ধামাল আঘাতে।


বিদগ্ধ নেশার ছটফটানি
মন পোড়ে তলে তলে
মহুয়ার আছে যে ভ্রমর
পিশে দিয়ে গেলো করাত কলে।


জানার জিগ্যাসায় রইলো পড়ে
এমন কেন যে করো?
উত্তরেতে এলো যা ভেসে
অলীক স্বপ্ন এবার ছাড়ো।


সেই থেকে বাঁধভাঙা উচ্ছ্বাস
বাঁশি বাজে ধীরে ধীরে
চঞ্চল মন নিজেকে চিনে
মিশে গেলো জন-জীবনের ভীড়ে।
--------------------------------------------
১১/১/২০২০--অবুঝ মন-