ছোট থাকার গল্পটা আজ মহীরুহ হয়ে উঠেছে
জানি নে আরও বাকি আছে কী?
একটা পথিক ক্লান্তিহীন--ক্ষণিকের আশ্রয় পেতে
অথচ সে জানে এ এক অদ্ভুত বিশ্বাস বেরঙিন!
যেভাবে মেঘের আড়ালে লুকিয়ে থাকে প্রখর স্পর্ধা বিছানো চাদর
বোধহয় এভাবেই লেখা হয় স্মৃতির ঝাঁপি ভালবাসা হাঁটুজল--শেষ সম্বল।
------------------------------------------- ১৭/৩/২৩-অবুঝ মন