ফুসফুস যদি পুড়ে যায়,সে বুকে বাঁচে কি আর?
ভেজাল কারবারীদের ভিড়ে তাজা প্রাণের বলি বারংবার!
বিষাদের সুর সেথা পারে কি ভিজাতে চিড়ে?
সাধারণ বলে এতো অবহেলা সইতে হবে কেন যুগ যুগ ধরে?
প্রতীকের তলে দাঁড়িয়ে গেলেই অহং ভাবনা জেগে যায়!
একই জীবনে এতো সাপ লুডু খেলা কি করে যে মানিয়ে নেয়?
কোথাও বা আঠারোর জলাঞ্জলি,কোথাও বা ছাব্বিশের তরতাজা প্রাণ
বিষাক্ত কালো দংশনে কত সহজে নিয়ে নিলো বলিদান
অথচ কী দারুন নির্বিকার একটিও শব্দ খরচ করতে হলো না !
কেবলই পুরস্কার নিয়ে মুঠো মুঠো বিজ্ঞাপনের চোরকাটা কুড়োনো
সাবাস ওই শোনো,দুর্গাপুজোর ভিত পুজো হলো আজ
কচুরিপানার সে কী ভীষণ কলরব!কেউ প্রশ্নের খাতা খুলল না-এটা কি ওদের কাজ?
পাঁজর গুলো নির্বাক,পুড়ে ছাই হওয়া,লাশগুলো ঘুরে বেড়ায়
আহা কি বিমুগ্ধ ফেরিওয়ালা,হাততালি নিতে মত্ত-যেন ব্যস্ত কানামাছি খেলায়!
অতি রঞ্জিত এজলাসে নিরাপদ আশ্রয়ে বধ্যভূমি চাঁদ মামার গল্প শোনায়!
---------------------------------------------
১৬/৭/২০২০-অবুঝ মন-