শিকড় যেখানে একবার গেঁথে গেছে
সহজে কি ভোলা যায়?
ভেবে দেখো মেঠো বাড়ি আমার সেই নিশানা
শঙ্খচিলের ডানায় ভেসে চলা পত্রপাঠ,ডুব সাগরে সাঁতার
জানি না ভুলে গেছো কি না সেই দাপুটে হাওয়া?
ধীরে ধীরে জমে ওঠা প্রেম একদিন আদিম গন্ধ ছুঁলো
এরপর না থাক,না এগোনোই ভালো
খুন হয়ে গেলো,না না কবর খুঁড়লাম সাজানো বাগানের
ধ্বংস হলো স্বপ্ন কুঁড়ি অনেকটা বিস্তৃত মেঘে।
---------------------------------------------
-১৬/৭/২০২২-অবুঝ মন -