**শীতল সাগর**
-------------------------------------
এ পর্যন্ত পূরন হয়নি যে ফাঁক
ঠিক কী ভুল প্রশ্নটা না হয় থাক
খোলা পাতা ইরেজার দিয়ে মুছে দিলে!
জানি না কী ক্ষতি হতো প্রকাশ পেলে
সেই তো পৌষের আটপৌরে বহর
নিশ্চল নিস্তব্ধ সন্ধ্যারাগ,শীতল সাগর।
-----------------------------
**আবার আসবো ফিরে**
---------------------------------------
সময় আমার ঘোড় দৌড়ের
কোথায় শেষ কে বা জানে?
এই দেশেতে ঘুরেও দেখি
পাচ্ছি খুঁজে অনেক মানে।


দোষ দিয়ে বা লাভ কী হবে
জানতে হবে এ পথ চলা
অনেক কিছুই শিখছি নিজে
ফুটছে নানান আলোক মালা।


তবু যেন ধূসর জীবন
যাক চলে যাক দ্রুত বয়ে
জানি আবার আসবো ফিরে
সুর ঝরিয়ে বৃষ্টি হয়ে।
---------------------------------------
-১/১২/২২-অবুঝ মন-