যে আগুন ছুঁয়ে ছিলো তোমায়
তাতে পুড়তে না পারাটা একান্ত তোমারই দায়
তুমি শুধু সহজ হতে চেয়ে----
দেখলে না ভগ্নাংশ কতটা শিথিল!


আর কী--এবার ফিরে চলো পাতাঝরা হেমন্তে
হাতে তো রইলো সেই একাকী বসত,পুরনো সংযম
ফেরার পথ পিছিল হোক না যতোই
পেয়ে যাবে ঠিকই একটা না একটা চেনা রোদ
শুধু বিশ্বাস জাগিয়ে রাখো তোমার ভিতর।
-------------------------------------- -৩১/১/২৩-অবুঝ মন-