যে বাঁশির আছে সুর
ভাবলে কেনো অম্ল ঢেকুর?
মরচে পড়া রোদ ডিঙিয়ে
আগুন হাওয়া ভাসিয়ে দিয়ে
নিলে যখন আপন করে
সেই তুমি আজ অনেক দূরে
নতুন সুখের বায়না ধরো!
লাভ কি হলো বলতে পারো?


বন্ধু যখন ভেবে নিলে
দূরে রাখা যায় কি ঠেলে?
বন্ধ মনের দুয়ার খুলে
আসবে কি আর আলো জ্বেলে?


সাগর স্রোতের মিঠেল হাওয়া
হোক না শুধু একটু চাওয়া
না পাওয়াটা যাক না উড়ে
কাঁচা সোনা ডুব সাগরে।
------------------------------------------
১৩/৪/২০২১-অবুঝ মন-