যদি ভাবো অনেক তো বয়ে গেছে বেলা
তবু কেন অকারণ এতো অবহেলা
ভাবতে পারো,একটুও দোষ দেবো না।


যদি মনে কর--কী আর এমন কাজ
নও তো কোন উকিল কিংবা জাজ
মনে করতেই পারো,নেই কোন মানা।


এখানেও থেমে থাকা নয়,প্রশ্ন তোলো আরও-- আরও---
কেন এতো বঞ্চনা বলতেও পারো?
তবু ওই পূর্ণিমার চাঁদ একটুও অবাক হবে না।


শুধু মন জানে বেবাক মেলবন্ধন এতোই ঠুনকো নয়
সামান্য কিছুটা সময় মন্দির প্রাঙ্গণে প্রদীপ জ্বললো না বলে
আগুন রাঙ্গা ফণীর ফনা উপহার দেওয়া বড়োই বেমানান।
-------------------------------------------
-১৬/১২/২২-অবুঝ মন -