সৃষ্টির অপরূপ সৃষ্টি,
এ মানব জীবন
কি বিচিত্র তার খেলা
কত রকমের মানুষ যে আছে
তা বলে বোঝানো যাবে না হয়তো
তার মধ্যে তুমিও একজন।


যে রূপ ও গন্ধে,
ভ্রমর  আজও ওড়ে
কি অসাধারণ তোমার লীলা
কথার মায়ার জালের, অপরূপ খেলা
মনে থাকে না, সে কথা বলি কি করে
আসলে ভাবনাগুলো এলোমেলো।


কথার কথা- না রাখলে পরে
তাতে তোমার কি বা এসে গেল!
এতে কারোর মনের ঝালরে
রক্ত জমাট হয়ে পাথর যে হতে পারে
সেটা তোমাকে অনুধাবনের পরে
বৃন্তচ্যুত গোলাপের ন্যায় শিক্ষা হলো।


কিন্তু হায়! এটা তোমার দোষ না গুণ-
সে ভাবনা আর নাইবা করি
আমার জীবন আকাশে
তুমি যে হলে,চলার পথে,
প্রেরণা ধারী একজন নারী
তাই তোমাকে বারে বারে স্মরণ করি।


শত বাধা, বিঘ্ন উপেক্ষা করে
দূরে ঠেলে দিতে চাই না কখনো
লক্ষ বছর পরেও, যদি পিছন পানে তাকাও
দেখতে পাবে দাঁড়িয়ে আছি---
শুধু তোমারই জন্য---
শুধু --তোমারই জন্য।
--------------------------------------------