---------------------------------------
জীবন সাথীর বিদায়ী ক্ষন
লোকে লোকারণ্য
অথর্ব শরীর,ঝড় বইছে মনে
সে কথা বা বোঝে কয় জনে?


শিক্ষার হার মানা,নির্বাক দেওয়ালে
নিয়মের গেরোয় পড়ে আনলো ধরে
হাঁটি হাঁটি পা পা,অন্তরে লাগে ঘা
তাতে কি,ভাঙলো শাঁখা!


না,নিজের কর্ম না-
অপরের ছোঁয়া জোর,কেটে গেল মায়া ডোর
দোষ গেলো ঢেকে এক লহমায়
আহা আহা সমাজের একি মহিমা!


কপোলের সীমান্তে লাল সূর্যের ডুবন্ত আভা
সাদা থানে ঢেউ খেলে যায়
শুরু হলো ঝড় উতাল পাথাল
অন্তরালের নীরব সীমানায়,কেউ বুঝলোনা!
----------------------------------------
১৭/১২/১৯-অবুঝ মন-