সিগারেট খাওয়ার ছুঁক-ছুঁকানি-
একটু-আধটু ছিলো
ভিতরে গেলেই খুক খুক
তবু মাথা ঘোরা টা লাগতো বেশ ভালো।


অনেক দিন হলো
আগুন জ্বলতে দেখিনি
ধেনো পান্তায় চলছিল বেশ
হঠাৎ করে বসন্তের আকাশে কে যেন-
সে আবেশ আবির রঙ ছড়িয়ে গেলো!


আগুন জ্বললো দাউ দাউ করে
আবার ফুশ করে নিভেও গেলো
ধোঁয়ায় ধোঁয়ায় নামল আঁধার
ততক্ষণে যা হবার তা-
না,পাশে তো কেউ নেই,
বুঝেছি ফুসফুসে ধরেছে ক্যান্সার
নাও এবার বোঝো ঠেলা-
ঠোকো তাল,বাজছে ডিস্কো-ডান্সার।
---------------------------------------------
৯/৫/২০২০-অবুঝ মন-