হয়তো ভাবছো এ কেমন ফিরিয়ে দেওয়ার পালা
হয়তো ভাবছো ফিরে না এলেই পারতে
হয়তো ভাবছো এ কেমন ঝটিকা সফর
হয়তো ভাবছো গন্ডিটা না পেরোলেই পারতে--তাই না ?


আসলে ভাবনা সবটা ঠিক না
আলো ছায়া রোদ্দুর ছেড়ে যেতে কে চায় বলোতো?
যে কাঙাল এতোদিন এতো কিছু সইলো--
সে কী চায় বালুচর মরুচড় কিনারায়?
সুমিষ্ট ফসলের ওই ক্ষেত মাজরায় ঝাঁঝরা!
এ কেমন উৎসের নমুনা?


তুমি আর আমি তো এক না--
তুমি ও তো বললে আর না বদলের ইশারায়!
সেই শুরু পিছনা,হোঁচটের আঘাতে চুরমার অবুঝের খুশবু ।
-------------------------------------------
২৬/১/২৪-অবুঝ মন -