প্রবাহ ধারা কোথাও না কোথাও বইছে
আলো-ছায়া রূপে নীরবে--
আর জীবনের মাঝে- ছোটে অনুভূতি
হতে পারে তা খুশির, কিংবা বেদনার--
প্রাক্তন হলেও,-হয়না কখনো অতীত।
এ কোন গল্প নয় যে--ভাসিয়ে দেওয়া যায়
যে-কোনো উজান স্রোতে---
এ হলো, ঢেউয়ের উতাল -পাতাল
স্মৃতির পৃথিবীর-ডানা মেলা যৌবন প্রভাতের।
তাই দীর্ঘ জীবন পথে--
লুকোচুরি খেলে মেঘ-রোদ হয়ে,
একরাশ- চাঁদ পোকা জোনাকি---
খোলস পাল্টে বয়ে চলে-মাথার ভিতর
আমৃত্যু রেখে যায়-স্মৃতির স্মারক লিপি।
-------------------------------------
২২/৬/১৯