সাবধানে এগিয়ে চলার বার্তা
ছুটি আছে,জানান দিয়ে গুটিয়ে গেল
খোলসের নতুন আভরণে
বিরহ বিরহী প্রেম জালবুনে।


জয়ের ধারা নিম্নচাপে,হারিয়ে কি যায়?
প্রথম হাতে খড়ি,নতুন দিশার
ভোলা যে সহজ নয়
আসুক তুফান,আসুক না যত ভয়।


আসবে পুজো,কাটবে সময় নিয়মের নিয়ন আলোয়
গুন গুন করে বয়ে যাবে স্রোত
ফাগুন রাঙা চেনা আবিরের দাগে
ঘুচে যাবে আঁধার কালো,সখি বেসেছি যে ভালো।


তাই ডুব দিয়ে যাই বারেবার
মুগ্ধ জোছনা পাবার আশায়
আসক্তি বলো কিংবা আকর্ষন
ভালোলাগা,ভালোবাসা এমনই হয়।


হয়েছে স্খলন জীবনের ঘাত-প্রতিঘাতে
কখনো জমেছে মেঘ,কখনো আলো
অনেক জানাশোনা চেনা আঙিনাতে
বসন্ত অসহায় তবুও,প্রেম নদী রয়েছে বেঁচে।
--------------------------------------------
২৮/১/২০২০