কয়েক লাখের ভাতা আর হাজার দশেক ভাতের গন্ধ পেয়ে
তারা কি ভুলে গেলো প্রিয়জনদের?
ঐ দেখো দগ্ধ শরীর এখনো রয়েছে চেয়ে।


নরম শরীর পেয়ে হিংস্র পশুদেরও যারা হার মানালো
সেখানেও সাফাইনামা!কুঁড়ি ফুলের কথা বেমালুম ভুলে গেলো!
এ কেমন চিৎকার ধ্বনি নির্লজ্জ মিথ্যাচারের?
না আছে মায়া,না আছে মন চারিদিক ঢেকে যাচ্ছে ক্রমশঃ অন্ধকারে!


এক্ষণে আজ চৈত্রের চৌকাঠ টপকাতে গিয়ে দেখি টলমল পৃথিবী!
তবুও নিজের ভিতর আশা আঁকড়ে আগামীর প্রত্যাশী
রঙ নয় রোদ্দুর হোক সক্রিয় হাজার বন্ধন ঘিরে
মানবতা আসুক ফিরে নরখাদকদের খিদের শরীরে
সভ্য সমাজ আর কি চায় ঘন কুয়াশার ভিড়ে হারিয়ে যেতে?
শুধু এটুকুই চাওয়া পয়লা বৈশাখে--নতুন বছরে।
---------------------------------------------
১৪/৪/২০২২-অবুঝ মন