যতোই তুমি হও না কেনে স্বাধীন চেতা বন্য
কেমন করে কাটলে সাঁতার শুধু তারই জন্য?
ভাবলে না তো শুকিয়ে ওঠা চাঁদ পাহাড়ের কথা
দেখে গেলে বাহির টাকে বুঝলে না তো ব্যথা!
এখন শুধুই তাকিয়ে থাকা হারিয়ে যাওয়া ভিড়ে
ঘন হওয়া সাগর জলে ভিজবে কি আর চিড়ে?
নাই বা হলাম মনের মানুষ হৃদয় কথা বলে
ভালোবাসার যুদ্ধ জাহাজ এমনি আসে চলে
মেলানকোলি আতর যখন সুরের ছোঁয়া পায়
মিথ্যে সকল অমানিশা মাখবো কেন দায়?
---------------------------------------------
২৬/১১/২২-অবুঝ মন -