মায়ের আগমনী গানে--
শারদ প্রভাতে আধোঘুমে বিছানাতে
স্বপ্নের ঘোরে টেলিভিশনের রিমোটেতে চাপ দিতে--
মুগ্ধ নয়নে বিভোর হয়ে হারিয়ে যাই নিজের মাঝে।


মনের ক্যানভাসে কত ছবি ভেসে ওঠে
অনুভবে,
এরপর কখন যে মহালয়ার মূর্ছনা শেষ হয়েছে
জানি না নিজেই!


হঠাৎই মোবাইল ফোনে ভেসে আসে
দেবীপক্ষের সূচনার শুভেচ্ছা বার্তা,
এরপর একে একে শুভেচ্ছা বিনিময়ে
দেহ মনে জাগে আনন্দের আবাহনী সুর,
যা আসলে এ মানব জীবনে--
ভীষন ,ভীষনই শ্রুতিমধুর।
------------------------------------