সেই তো পলকের ইশারায় মায়া রচে যায়
সেই তো বাঁধনের সুখ স্মৃতি মনে পড়ে যায়
সেই তো আবার ঢেউ ভাঙে সাগরের কিনারায়!


সুতরাং কী লাভ বলো পলকা হাওয়ার?
হৃদয়ে বসবাস যার,সে থাক
তুমি তো জানো "কেউ কথা রাখে না"কেউ কথা রেখেছি কি কখনো?


এবার নতুন ভাবনা ছাড়ো,দেখছো তো জাগ্ৰত চাঁদ
তোমার মাটিতে দাঁড়িয়ে বসন্ত প্রেমিকের মতো অপেক্ষারত
ক্ষণিকের ঝটিকা সফরে কোন লাভ নেই এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা তো নয় ।


তুমি কী শুনতে পাচ্ছো না?
"তুমি যে আমার ওগো তুমি যে আমার" সেই চির চেনা সুরসঙ্গম।
-------------------------------------------
-১/২/২৪-অবুঝ মন -