স্মরনের করিডোরে একদিন একাকী ,
অন্ধকারে চেয়ে দেখি --
ব্যাকুল পিয়াসী উদ্বেগে রয়েছে জেগে।
কি তার অপার মহিমা-বৃষ্টিতে ভিজবার!
যেন মেঘ নেই ইশান কোনে,
যদিও রাত্রির জোনাকিরা
তখন ও বুক আলো করে --
দাপিয়ে চলেছে ,
শিশির-কে উপেক্ষা করে--
তার স্বপ্নের সাথি হতে।
নিঃশ্বাসে ঝরে পড়ে আগুনের স্রোত,
অনুভবে অনুরোধ শিৎকার করে --
গাজন দেখতে ব্যাকুল হয়ে পড়ে ,
ফাগুন রঙিন স্বপ্ন মুখর মধু খেতে--
বসন্তের গানে গানে।
এমন-ই  সময় হঠাৎ করে-
আলেয়ার আলো ভেসে এলো,
নিশি রাত্রির বুকে।
আর ফুল, হয়ে গেল মন মরা
উড়ে গেল বর্ণময় রূপরস চেনাগন্ধ।
মায়াবী মায়ার অন্বেষণে--
আশার আলো জ্বালিয়ে মনে,
বন্ধ দরজার সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা --
দুঃখ ময় সুখের  সন্ধানে।
---------------------------------
6/5/19