বিকেলের পোষারোদ নির্লোভ রুঙহীন শান্ত নির্মল!
আমারই দৈর্ঘ্য প্রস্থ যেটুকু যা বরাবর চারদিক উজ্জ্বল
হয়তো বা সম্বল লড়াইটা চালানোর,আঁকা নয় বাঁকা নয় সোজা হয়ে দাঁড়ানোর
এতো মিল ঘোরপ্যাচ বিশক্রোশ দূরে প্রায় দুজনার
মায়াডোর পৃথিবীর এই রূপ দেখে ছিলো আজ সে
বিলকুল মামুলি অভিপ্রায় হাতড়ায় অথচ পাওনার কত বড় দাবিদার!
চারপাশে নাগপাশ ঘূর্ণির তান্ডব তবু দেখো মুষ্টির পাশে থাকা বার্তায় দুটি হাত শক্ত
আসলে জানি আমি পারবো না কোনদিন যতো হই জীবনের সঙ্গী কী ভীষণ দামী ওর ঋণশোধ।
--------------------------------------------
১৬/১২/২৩-অবুঝ মন -