আকাশ কুসুম ভাবনা ছোঁয়া জানতে তুমি
আমি বুঝতাম ঝরা পাতার স্থায়িত্বটা
তবুও আমি ধেয়ে গেছি কিসের আশায়?
জানতে তুমি একটু খানি আগুন মাখা
কথা দিয়ে চেয়ে ছিলাম কাব্যগাথা।


জেনেছিও অনেক আগে মনের খবর
তোমার কাছে হাসির খোরাক গল্প বহর
তবুও যে মনে প্রাণে চেয়েছিলাম বেড়েই চলুক
হতে ও পারে বিন্দু কণায় সিন্ধু আঁকা
সত্যি কথা বেরিয়ে এলো সহজ ধারায়।


আমি শুধু রয়ে গেলাম সেই তিমিরে
যেথা সকল সবুজ সাথী অলীক স্বপ্ন গেছে ক্ষয়ে
তবুও যে অবাক করা গল্প বিতান যাবে রয়ে
তোমার কাছে হতে পারে সবই বেকার
আমার কাছে দীপ জ্বালানো বর্ণমালার নতুন সাকার।
---------------------------------------------
১৮/৮/২০২০--অবুঝ মন--