কালের কোলে আসছে ধেয়ে কালির বাজার
বলছে রাজা সব দিয়েছি আর কী চাই--!
মুন্ডুটাও দিতে পারি তেমন হলে
অনাদায়ের দায় মেটানো এরপরেও--?
আসলে যে রাজার অসুখ সত্যি কথায় ভীষণ ভারি!


আকাশ ছোঁয়া মিথ্যে বুলি থাক না যতো
এই যে শুরু কোথায় যে শেষ বলতে পারো-
থামবে কি আর ভুখা ঢেউয়ের লড়াই জারি?
অধিকারের যৌথ মঞ্চ তৈরি আছে ছিনিয়ে নিতে।


তবু বলি আজ যে হোলি বনপলাশি মনের চাঙর
আগুন রোদ বিছিয়ে দিতে রঙ মাখা হোক একটুখানি
হয়তো বা আগল খোলা পাগল ঝরা নামতে পারে।
----------------------------------
- ৭/৩/২৩-অবুঝ মন-