তবু দেখি
----------------------
কেন বা ঝাঁকুনি?
কেন বা নিতে হবে ব্লেডের ধার?
এতো কিছু পেরিয়ে এখনো বহমান পিঁয়াজের ঝাঁঝ!
যদি চেয়ে থাকে থাক গোপনেই থাক
তা নয় ডাকা হাঁকা বুকো যতো সব চন্ডাল রাগ!
কোথা সেই কোকিলের ওই,ওগো,হাঁ গো--শুনছো এ ভুবন বাঁক--
হরিণীর তুলতুলে চাহনি সুললিত লাজ?
কেউ কি দেখেছে--কে কোথায় দাঁড়িয়ে সঙ্গম দৃশ্যে রোজ ও জ্যাক?
তবু দেখি হুড়মুড় চৌচির ঘোলা জল ঢুকছে।
--------------------------------------


এ কোন সময়


কে যে কখন দিচ্ছে ধূলো বোঝা বড় দায়
কখন কেন সে যে তোমার আপন হতে চায়?
এই দুনিয়ায় মানুষ চেনা মোটেই সহজ নয়।


দেখছো যাকে নয়ন মনি সাত জনমের ধন
অন্তরে তার প্রকট আছে শূন্য একটা মন
দেখবে হঠাৎ চাপিয়ে দিলো বোঝা আড়াই টন।


ছবির মতো গল্প গুলো ভেজাল করে দেখায় খাশ
দেখলে চোখে এগিয়ে এসে নিচ্ছে কেড়ে মুখের গ্ৰাস
মুখ মুখোশের বিজয় কেতন চলছে খেলা জমজমাট।
-----------------------------------
১৮/১১/২৩-অবুঝ মন-