তবু দেখি
--------------------------------
যে সিঁড়িটা তোমার কাছে প্রথম এলো চলে
জানি না কোন শক্তি বলে টপকে তাকে গেলে?
এখন আবার বলছো নিজে সামনে হঠাৎ এলে
বুক দূর দূর আরও--অনেক কান্ড ঘটে চলে!
কিন্তু দেখো চাঁদটা আজও নেয়নি কোনো বাঁক
চুপটি করে শুনতে সে চায় দোয়েল পাখির ডাক
এখানেও শেষ নেই তার অবাক হয়ে থাকার
তবু দেখি অভিযোগের পাহাড় চূড়ে ফুলের কী বাহার---
---------------------------------
থাকো পাখি থাকো
---------------------------
এখনও কেন যে এতো ব্যাকুলতা আমাকে ছুঁয়ে যায়?
স্বর্শ সুখ--না কী ফাঁকির যন্ত্রণার অধিক আশ্রয়?


আগুন আঁচের প্রশ্ন গুলো যখন খুঁজে পাও
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে কোথায় চলে যাও?
নাই বা পেলে সঠিক দিশা তাতেই বা কী লাজ
তবু দেখো জ্বলছে ও চাঁদ পড়ুক যতোই বাজ।


হয়তো কোন হড়পা বানের আলগোছে এক চাওয়া
তাই বলে পিছিয়ে পড়ার দৌড়ে হঠাৎ অংশ নেওয়া!
থাকো পাখি থাকো,
সুখের খাঁচায় থাকো,শুধু এইটুকু তো চাওয়া।
-------------------------------------
-২৪/৫/২০২৩-অবুঝ মন -