তবু দেখি ভাঙছে


চায়নার কাঁচামালে মন ভরে হয়তো
আয়নার সামলে দাঁড়ালে বোঝা যায়
কতটা সত্য চলাচল এ প্রদেশ
মরিচিকা মজলিস একাকার
হতে পারে সাধনা কারও কি?
তবু দেখি ভাঙছে অন্ধের
তিল তিল গড়ে তোলা স্বপ্নের ইমারত!
কষ্টি পাথরের কান্না পুড়ে পুড়ে ক্ষয় হয় নীরবে
অথচ বেনামী অভিযোগ নিয়মিত চলছে সরবে।
----------------------
এই তো ব্যবহার ব্যবসার


সাধনার যতো ধুম চাইছো
ততটুকু পেরেছো কি বুঝতে?
সেই তো দেওয়া নেওয়া রাস্তায়
অবিকল স্বার্থের দ্বন্দ্ব!
এ কেমন দুনিয়া বলো তো?
হায়নার চোখ দুটো জ্বলছে!
সিগারেট পুড়ছে
ধূপও জ্বলছে চিরদিন চিরকাল
সে খবর রাখে কে?
অথচ হোমস্টে ব্যবসার পরিধি বাড়ছে
পাখিও উড়ছে ডানা মেলে চারদিক!
নিখিলেশ কী পেল শেষমেষ?
এটুকুই প্রশ্নের দরবার।
---------------------------------
১৯/১২/২৩-অবুঝ মন -