এই যে সহজ করে বলে গেলে
একসাথে কাটানো যেত কিছুটা সময়
আসলে কী জানো---ওগুলো গল্পের বিন্যাস
সংশয় বুকে নিয়ে সবকূল কখনো কি ধরে রাখা যায়?


ওই যে নরম ঘাস,সোনা রোদ ঝলমল
ওখানে বাসস্থান বড় মায়াময়
যাক ভেসে সাহারার অলিখিত চাঁদ
তাতে বড় জোর পথের বাঁকে এক পাতা খসার হবে ক্ষণ ঠাঁই।


তবু দেখো শেষ বলে কিছু নাই--আশ্চর্য নদী তট!
বেঁচে থাক ভেজা শব্দের ঘোর----,দুজনাই ঠিক।
----------------------------------------
১৭/২/২৩-অবুঝ মন-