যা হতো দেখতাম
যদি হতো এক শহরে থাকা
বিপদভঞ্জন হয়ে না হয়
পাশাপাশি হতো চোখের দেখা।


এই যে অভাব বুকের জ্বালা
দূর্বিপাকের প্রবল ঘূর্ণিঝড়
বাবু বাছা যাই বলো তাই--
চাই জ্বালানি খড়।


হয়তো এবার বলতে পারো--
শোনো মশাই দেখছো না কী অন্ধকার এ ঘর?
তবু জেনো ক্ষতের দাগ মুছে ফেলার এটাই সু সময়‌।
---------------------------------
২১/১০/২৩-অবুঝ মন -