গঙ্গার জল ঘোলা দেখে
ভেবো না ময়লা জল  
ভিতরে রয়েছে গভীর টান
দেখো খুঁজে পাও কি না তল?


শুধু বুকেতে ঝাঁপ দিলে
বোঝা কি যাবে এ ঢেউ খেলবে কি না?
শুনোছো তো কান পেতে
পরিবর্তন হয়েছে কি না?


সেখানে কবির ভাষা
নিতান্তই সাধারণ জলভাত!
পেলেও পেতে পারো এখনো সেই-
নবমী তিথির কাঙ্খিত স্বপ্নীল রাত।


আগুন নেই বলে
গাইছে যে গান হৃদয় কোমলে
একটা দেশলাই কাঠি ঠুকে দেখো
সমুদ্রে তুফান মেলে কি না মেলে?


যখন সামান্য দোলায় দুলে
হাঁফরের হাঁসফাঁস শোনা যায়
তবু ও বুঝতে বাকি থাকে
আগুন গোলা কী বা কতটা চায়!
------------------------------------
১৩/৮/২০২১-অবুঝ মন-