"দেখরে চেয়ে দুনয়ন" কারো কাছে পুণ্যভূমি
আবার কারো চোখে অভিনয় দৃষ্টি নন্দন
কারো কাছে পেশা এক সম্মান
আবার কারো কাছে কুকথা আকর্ষণ!
তার মানে এ কেমন বিজ্ঞাপন কলম থামিয়ে দেবার?


কই ঘেউ ঘেউ শুনে হয়নি তো কোন গর্জন!
কই চোর ডাকাতের দলের বেলায় হয়নি তো কোন বারুদের বর্ষণ!
খেলা বুঝি হওয়ার ছিলো?
তাই এতো দিন সময় ছিল হেলায় নজর এড়িয়ে যাওয়ার!
তাই থাক লেবু আর চটকিয়ে লাভ নেই
হতে পারে মতামত ভিন্ন পথ তো যেযার--
--------------------------------------------
৭/৪/২৩-অবুঝ মন -