থাক তবে
---------------------------------
সহজে মানতে শেখা জীবনের ধর্ম
জটিলেশ্বর হয়ে ওঠা ঠিক নয় কর্ম
ভালবাসা বাঁধে বাসা অন্তরে নীরবে
এ পথই আলোরেখা বুঝবে কে কবে?


এরচেয়ে বেশি,--আর কিছু আছে কি?
এতো দিন এই পথে জানি না কী আছে বাকি?
তবু দেখি নদীর সেই আঁকা বাঁকা চলাচল
অথৈ এর পারাপারে নেই কোথাও হাঁটুজল!


এই স্রোতে ভেসে চলা কতদিন--অবিরত?
থাক তবে মায়া নীড় একেবারে তারই মতো।
------------------------------------
যদি জানতে
------------------------------
জেনে রেখো এ জীবনে
ভালোবাসা বোঝা নয়
সোজা কথা সোজা ভাবে
নিলে কত ভালো হয়।


আঁকা বাঁকা পথ খুঁজে
কেউ যদি ধরে নেয়
বুঝতে কী বাকি থাকে
কতটা কে--কাকে চায়?


আসা যাওয়া চলাচল
নাই যদি থাকতো
ঝরা পাতা ঝড় হয়ে
ফিরে কভু আসতো?


দেয়া নেওয়া সবটুকু
তুমি যদি জানতে
কৃষ্ণের বাঁশি শুনে
চুপেচুপে ভাসতে।
------------------------------
২৩/৫/২৩-অবুঝ মন -