মনুষ্যত্বের বিষের নেশায়
চেটে চটি সাজায় ঘুঁটি ইচ্ছে মতন!
ওরা বুঝি জেনে গেছে
ওরাই এখন সত্যি কারের মানিক রতন?


এই যে এতো দিকে দিকে
ঘূর্ণিপাকের বাঁদর নাচন--ঘুরতে কে চায়?
যে যার মতো চুপটি করে
নিদেন সুখে ঘরে বসে ভাগ যদি পায়।


বলছে বলুক রাজা এবার
ডাকাত চোর,দাসের দাসি কী যায় আসে!
চেটে চটি ভরছে থলি ঘুম বিকারে
যেটাই আসুক মাসে মাসে!


এই খিদে কী অজগরের পেটের খিদে?
কেমন করে চলছে ওরা নৈতিকতার দায় এড়িয়ে?
জানি না আগুন রোদে শুকিয়ে নিতে ভয়টা কিসের?
থাক তবে ধোঁয়ার স্রোতে ওরা এবার ওদের মতো।
-----------------------------------------
২৩/৪/২৩-অবুঝ মন-