জানি না কেমন করে
পুরোনো সে পথ ধরে ফিরে ফিরে যায়?
বুঝেও বোঝে না সে
কে যেন ওপারে বসে মুখ চেয়ে তার!
ঝাপসা অন্ধকারে ডুবে গেলে বুঝা কী যায়
সেতার বাঁধনে জড়ায়ে কোন সে মায়া?
চাঁদ সেই একা জেগে কাটায় সে রাত
"বোঝে না সে বোঝে না"রক্তপাতের এ গভীর দাগ!
আর কী বলার থাকে ধূসর গোধূলি বাঁকের এই সীমানায়
ক্লান্তির ছাপ রেখে,থাক তবে থাক মৌন আঁতাত-।
--------------------------------------- -১৪/১০/২৩-অবুঝ মন -