।। ঠাকুর তোমাকে প্রনাম।‌।
-------------------------------------------
শব্দের আলতো ছোঁয়ায় বেড়ে যায় হৃদস্পন্দন
নীরবতার পাতায় মোড়া,আজ বাইশে শ্রাবণ
তোমায় ভেবে পথ চলা
এমনি করে যায় বেলা
পাহাড় চূড়ার তলের খোঁজে অনুভবে উদগীরণ।


মন পাখিটা উড়ে চলে কোন সাগরের কিনারায়?
টাপুর টুপুর ঝরিয়ে ধারা মেঘের আঁচল শান্ত হয়
আপন স্রোতে চলছে ভেলা
সাক্ষী থাকুক গাছপালা
পাঁজর জুড়ে রবি ঠাকুর উঠুক জেগে বিশ্বময়।
-----------------------------------------
৭/৮/২০২০-অবুঝ মন--