অবহেলা সইতে হবে নীরবে।
বেদনা রাখতে হবে মনে।।
ভাবনা ভাবতে হবে।
রাখতে হবে তা সযতনে।।


হাতুড়ির আঘাতে-কাঁচ--
যেমন গুড়ো গুড়ো হয়ে ঝরে,
তেমনই ইস্পাত তৈরি করতে গেলে--  
হাতুড়ির ও দরকার হয়ে পড়ে।


এই কথাটিতে অনেক সত্য আছে যে লুকানো।
মানব জীবনে তাই কাঁচ না হয়ে ইস্পাত হও মননে।।


জীবনে চলার পথে যদি আসে বাধা কভু,
এগিয়ে যেতে হবে না থেমে জীবনে তবু।
তবে হবে অবহেলা- বেদনা মুক্তি এ জীবনে,
আলোর পথ পেয়ে যাবে মনে ও প্রানে।


এভাবে আসে মানব জীবনের  স্বার্থকতা
ঘুচে যাবে মনের কষ্ট-আসবে জীবন মাঝে উদারতা।
-------------------