ঠিক চাপিয়ে দেওয়া নয়
-------------------------------------------
কতকিছুই তো কালের গর্ভে হয়েছে বিলীন
তাই আর কাল বলবো না,দেখা হোক আগামী দিন-
ঠিক চাপিয়ে দেওয়া নয়,অসম্ভব ভাবনা প্রকট
যে বিষয় নিয়ে এতো আলোড়ন--এতো হইচই
সেখানে একটুও স্বাতন্ত্রতা থাকবে না তা কি হয়?
তাহলে আর কেন গন মাধ্যমে জোর--ঢেউয়ের বহর?
ভাবছেন কি সেই তো পোশাকি সেলফির হুইহুল্লোড়?
ঠিক তা নয়,কেবল গতিপথের সামান্য হেরফের
বলতে পারেন স্বচ্ছ ফোয়ারার জল-- উৎকর্ষ আসর
মানতে নারাজ হলেও,ধরতে পারেন দীর্ঘ স্পর্ধার বীজ--
সোনালী আলোর খোঁজ।
-------------------------------------------
**এ আমার সুর সাধনা**
----------------------------------------
যে মন উড়ে চলে তোমাকে খুঁজে
এই রিমঝিম শ্রাবণের ঘন বরষায়
সে কোনো আগ্নেয়গিরি চায় না আর
তোমার ঐ কাজল কালো চোখের পাতায়
ভাবছো কি এ কেমন অশ্লীলতা?
ছাতার মাতা,এ স্থান------
বড়াল স্টিটের ফাঁদ পাতা লকলকে গলি নয়
যেভাবে নারীর হৃদয় পদ্মবনে হয় যাতায়াত,
পুরুষের বাড়ে বিশ্বাস
এ আমার একান্ত সুর সাধনা।
------------------------------------------
-১৭/৯/২২-অবুঝ মন -