---------------------------------------------
তোমার কি মনে পড়ে?
পঞ্চমীর আগমনী তিথির অপেক্ষায়
মুগ্ধ জোছনা মেখে,হাতে হাত রাখার কথা ছিল
অপ্রত্যাশিত শিহরণ খেলে গেলো মনে
তুমি দামাল শর্ত চাপিয়ে দিলে
এসো একটি বারের জন্য নিশি রাতের প্রদীপ হয়ে
"হার মানা হার পরাবো তোমার গলে''
বাঁশি ছিল,সুর ছিল হৃদয়ে
তানপুরার তারটি গেলো ছিঁড়ে
অবাক রাতের তারারা মন মোরা চোখে তাকিয়ে
ওরাও,বুঝে ছিল আকাশের কোনায় মেঘ ভরে গেছে
উথাল পাতাল অঝোর ধারায় বৃষ্টি নামলো বলে
এলাম ফিরে মন খারাপের গুমোট বারান্দায়।
তোমার কি মনে পড়ে?
--------------------------------------------
২৩/২/২০২০-অবুঝ মন-