তুমি যখন জানার জন্য ব্যস্ত ছিলে
যন্ত্র তার বুকটি জ্বেলে জানান দিলে
কাজের চাপে রাত্রি তখন ঘোর নিশা
ঘড়ির কাঁটায় চোখ রেখে খুঁজি দিশা
কখন যে সাড়ে বারোটা পার যে হলো
সবার খবর অজানাই রয়ে গেলো
ঢুলু ঢুলু চোখের কোণায় কী যে ঘোর
এক ঘুমে তাকিয়ে দেখি হয়েছে ভোর!


মনের কোণায় তবুও জাগেনি সাড়া
মিষ্টি আলো প্রভাত সুরে জাগলো পাড়া
তড়িঘড়ি বর্ণমালায় পড়লো চোখ
শব্দ বোমার গোঙানিতে বাড়লো শোক
নীরবতার জীবন পাতা মেলে ধরি
তুমি এবার কাব্য ভরো হিসাব করি।
---------------------------------------------
১৩/৮/২০২০-অবুঝ মন---