এ বাংলা আজ ভয়াবহ নিম্নচাপের কবলে
তাকিয়ে দেখো চারিদিকে কত--কত ভালো ছেলে?
সারদিয়ে দাঁড়ায়ে দামি দামি বেনামী গাড়ি চালকলে!
এবার অন্তত পাঁচশ হাজারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড় সকলে
দেখো গাঁজা কেসে কবে যেতে পারো জেলে?


এ কি আপনাদের মুখ গুলো পাংশুটে হলো মনে হয়?
আরে না না খেলা--মেলা--উৎসব হবে ঠিক নিশ্চয়
এই তো আবার মুখোশের বদল হলো বলে
কী অপূর্ব সব ফানুস গুলো নানা রঙে উঠছে জ্বলে!
জানি না কেন বারে বারে তোমার--আমার বোকা ছেলে গুলোর প্রানটা যায় চলে?


তোমরা কি দেখতে পাচ্ছো এই মেঘ একটু একটু করে গিলে খাচ্ছে সমগ্ৰ আকাশকে?
------------------------------------------ -২১/৮/২০২২-অবুঝ মন-