কী জানি কত পদধ্বনি অন্তরে রয়েছে চেপে?
শুধু জেনেছি সহজে ভুলতে পারে না যে জন
সেখানে উচ্ছেদের প্রশ্ন সত্যি বড় বেমানান।


ব্যাস,ব্যাসার্ধ,পরিধির গল্প যেখানে অতি ভাস্বর
সে উঠোনে কাঙ্খিত তাপ থাক,জেগে থাক
সুতরাং একটি দিন নয়,আলোকিত হোক জীবনের বাকিটা সময়।


আমি আজও কবিতার চারা খুঁজে বালুচরে হেঁটে বেড়াই
বুঝেছি অন্তরালে মহানায়িকা কেন গিয়েছিল চলে
এটুকুই সম্বল,আর কী দিতে পারি তুই বল--
-----------------------------------------
১৪/১২/২২-অবুঝ মন -