।।তুমি আজ কত দূরে।।
      ।।নরেশ বৈদ্য।।
---------------------------------------------
রোমান্টিক কিনা বলতে পারবো না
শুধু এই শব্দের আতর গন্ধ বুঝে নেওয়ার সময়-টুকু দিও
এখনও,যা হারিয়ে যায়নি
বারে বারে পিছে ফিরে যেওনা আর
কাটা ঘায়ে নুনের ছিটা দিতে কি ভালো লাগে তোমার?
তবুও বলবো"তুমি যে আমার,ওগো তুমি যে আমার"
তুমি সুচরিতা,সেই পরিচিতা স্মৃতিময় প্রেমেরই আঁতুড়ঘর
তুমি ছিলে,তুমি আছো--
তুমি থাকবেও,মম অন্তরে লক্ষ বছর পর।


তুমি কি বোঝো না?আমি সেই জন
যে জন তোমার বুকে ভাসিয়ে ছিলো প্রথম প্রেমেরই ভেলা
ভুলে গেলে কি করে?
ছিল না ওটা প্রেম প্রেম খেলা
অনুরোধ করি ললাট লিখনে কাঁটার আঁছড় লেগেছে বলে
কতবার আর খোঁটা দেবে?
আমার ও যে মন আছে,সইতে পারবো না।


ইচ্ছে তো করে যাই ছুটে,কাছে টেনে নিই তোমাকে
কিছুটা সময় মাথা রাখি কোলে
তুমি সোহাগের সুরে গাইবে যে গান-
"ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"
আমি চুপটি করে মুগ্ধ জোছনা ছুঁয়ে যাবো
তোমার গোলাপ কুসুম ঠোঁটের তলে
ভেবো না এসব শুধু মায়া ভরা কথার কথা
আজও,পথ চেয়ে বসে আছি তোমারই অপেক্ষায়--
বলতে পারো মেমসাহেব প্রথম ভালোবাসা কেন এত ময়ম- মায়াময়?


জানি না প্রত্যাশা পূরণ হবে কিনা?
তুমিও,হয়তো অনেক কষ্ট বুকেতে রেখেছো জমিয়ে
সময়ের কল্লোল স্রোতে যদি কখনো সুযোগ আসে
বুঝিয়ে দিতে চাই-আমি না কোন আগুন নেভা ছাই
তুষের মত পুড়ছে যে গভীরে
তোমার আগুন গোলার তাপকে বুঝে নিতে।
---------------------------------------------
২০/২/২০২০-অবুঝ মন-