তুমি আলো চাইলে কী হবে
------------------------------------------
ইদানিং মানুষ কী না পারে?
এই কারণে বোধহয় বাঁশের দাম দিন দিন এতোটা গিয়েছে বেড়ে!
তুমি চাইছো একখন্ড শান্তিপূর্ণ তমসার দেশ
যেই না গুটি গুটি পায়ে দু পা এগিয়েছো সামনে
অমনি কোথা থেকে যে একটা কালো বিড়াল রাস্তার উপরে!
এবার সংবাদের উজ্জ্বল লাবণ্য কাকে বলে?
চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম,ততক্ষণে যা হওয়ার-------
তুমি দেখলে চেয়ে দুর্বৃত্তরা রয়েছে ঘিরে
সারা শরীরে চাপ চাপ রক্তের দাগ গিয়েছে ভরে, আর নিজে পড়ে আছো ঘন বাজ বরনের জঙ্গলে!
জানি না কেমন করে সভ্য পরিসরে এদের পরিধি এতোটাই চলেছে বেড়েই?
ছিঃ,ছিঃ আজকাল নিজেকে মানুষ ভাবতে বড়ো লজ্যা লাগে।
--------------------------------------------
         ৯/১/২৩-অবুঝ মন-