।।তুমি ভাবতে পারো।।
-------------------------------------------
যে পোশাকে জেগে আছে কুহেলিকা কালো মেঘ
সেখানে দেখতে পেলে তুষের আগুন!
ভাবলে না কত পুড়ে গেছে পুরুষ পাঁজর!
চেয়ে দেখো এখনো ছুটছে সেথা বিবেকের ডাস্টবিন
বিশ্বাস করো আর না কর সবটাই একান্ত
শুধু তুমি হাত বাড়ালেই ঝরে পড়ে অলীক স্বপন!


ব্যবধানের আকাশ না কিনে একটু পিছিয়ে যাও
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ঠিক আসবে চলে
কি পেলে?--কিছুটা সময় বই তো আর কিছু নয়
বড় জোর উচ্চ রক্তচাপ,সুউচ্চ পাহাড়ের ঝটিকা সফর
এরপর মনে কর--পোড়া ঝলসানো ক্যাকটাসের পুরোনো রোগ
এর থেকে বেশি কিছু কি?


তুমি ভাবতে পারো স্বপ্নীল সাঁতারের ঝিলমিল
তাতে কর্কট রোগ দীর্ঘতম না হলেই ভালো
আবার পেলে পেতেও পারো আরো দুর্বোধ্য ঘন কৃষ্ণকায় ছায়ার মিছিল।
-------------------------------------------
         -২৪/৯/২০২১-অবুঝ মন-