অসময়ে বৃষ্টি পেতে
তোমাকে ধরতে গিয়ে
তুমি ও পাগড়ে নিলে
ভীষণই আচ্ছা করে!
নাও এবার খেয়ে মরো
বড্ড আমায় ধরো
দেখবে কেমন জ্বালা?
করে দেবো ঝালাফালা।
আগুনটা নিভে ছিলো
কেন বা আমায় জ্বালো?
পারলে ঠেকাও এবার
জ্বালাটা একটু জুড়াই।


এতো দিন কোথায় ছিলে
হাজির হলে এই বিকেলে!
যেটুকু নেওয়ার আছে
সবটুকু  নাও গো তুলে।
আমি যে আর পারি না
সে কথা বলবো কাকে?
কেন বা ডুবে মরো--
চুক চুক লাভা স্রোতে?
দিতে চাই উজাড় করে
তুমি যে আমার প্রিয়।
-------------------------------------
৪/১২/২০২১-অবুঝ মন-