নতুন সূর্যের আলো মেখে গায়ে
সম্মুখে এগিয়ে চলো পায়ে পায়ে
মনের প্রশান্তির জন্য তা যে মন্দ নয় এ কথাটি সত্য।


কর্মের গুন খুঁজে দোষ রেখো সরিয়ে
বাকি সব পরে ভেবো
পেলেও পেতে পারো এ পথ চলাতে আনন্দ।


খচখচানি,আত্নগ্লানি অশান্তির কারণ
চাই মনঃসংযোগ,জীবনের সংযম
লাভ কি বলো ভাড়াটে উঠোনের কথা ভেবে?


দেখো চেয়ে লালে লাল হয়ে উঠছে নবারুণ
হাসছে আকাশ,হাসছে প্রকৃতি মুক্তি আনন্দে
তুমি ও হাত ধরো,মিশে যাও সময়ের সাথে।
-------------------------------------------
-১২/৬/২০২১-অবুঝ মন-