খয়িষ্ণু এ পৃথিবী--কে না জানে?
যে কারণে কতবার বলেছি সময় থাকতে
অন্তত একবার আয়ুরেখার খোঁজ কোরো
কোনোক্রমে একবার তট সরে গেলে দেখবে কী?
মন্দার হাট--বরফ শীতল
সে তুমি যতোই স্বচ্ছ প্রশ্নের দাবিদার হও না কেনে
আর কী উঠবে জ্বলে আঁশটে বিহীন বসত কাঙাল?
এ সুযোগে পারলে তুমি সযত্নে কুড়িয়ে নিতে পারো যথেচ্ছ মৌসুমী ঘ্রাণ।
------------------------------------------ -১৭/৪/২৩-অবুঝ মন -