বেকারত্বের জ্বালা বুকে নিয়ে যখন
উদভ্রান্তের মত এধারে -ওধারে
ছুটে চলেছি আলোর প্রত্যাশায়
একরাশ একাকিত্বের যন্ত্রনা নিয়ে
আচম্বিতে প্রস্তাব এগিয়ে আসে সম্মুখে
চল যাই দেখে আসি স্বপ্নকে।


সেই যাওয়া,না-য়ের মাঝে হাঁ হয়ে গেল
ফেরা হলো না , পুরনো পথে
দ্বিধা --দ্বন্দের অবসান হলো
সূক্ষ্মাতি-সূক্ষ্ম বিবেকের কাছে প্রশ্ন করে
তোমাকে নিলাম আপন করে
সারা জীবনের সঙ্গিনী রূপে।


অপরিণত ও সরলতার কারণে
বেশ কিছু ঝড় ঝাপটা এল সামনে
নিজেকে তখন মনে হয়েছিল বেশ অসহায়
ধীরে ধীরে আশার প্রদীপ জ্বললো
নতুন প্রাণের পরশ, তুমি দিলে উপহার
আমার যা জীবনের নতুন অলংকার।


তথাপি আজও, চলেছি সাঁতার দিয়ে জীবন সাগরে
তাতে বিন্দু বিসর্গ তোমাকে দায়ী করিনা
বোধহয় এ কর্ম ভোগ আছে, ললাটের লিখনে
আজ সব কিছু আছে কাছে--
জড়িয়েছে গুল্ম লতার মত, কিছু উপসর্গ বরাত জোরে
তবুও চাই,এমনি করে লক্ষ বছর ধরে তুমি থেকো সাথে।
--------------------------------------------
24/2/19