নাই বা রাখলে কথা নাই বা দিলে মন
প্রেমিক কী আর কাটতে পারে যুগের এ বাঁধন?
দিন বদলের পালা ঘিরে হোক না যতোই--
প্রেমটেম সব জরাজীর্ণ তোমার শহর জুড়ে
তবুও আজও ফুসফুসের এই ভাঁজে ভাঁজে,রেখেছি তোমায় কচিপাতায় মুড়ে।
ভাবতে পারো এ কেমন অবুঝ প্লাবন-- পাগলাঝোরা ফেউ?
"মিলন হবে কত দিনে" না বুঝেও মাখছে মাতাল মাতাল ঢেউ!
এরপরেও তুমি ও জানো অবুঝ সবুজ মৌন মিছিল শেষ বিকেলের হুপেন কাশি
নিবিড় ভাবে তোমার বুকে হারিয়ে যেতে নিত্য দিনে বাজায় বাঁশি।
---------------------------------------------
২/৮/২৩-অবুঝ মন-