ইতিহাস মুছে যায় কি!
ভুলে যাওয়া-টা বোধহয় দোষের নয়
হারানো সেই ক্ষন-সেই সময়
যখন তুমি খুব ছোট ছিলে
কালের গর্ভে তা হয়েছে বিলীন।


প্রেম এসেছিল নিভৃতে-নীরবে
ফাগুন রাঙা কৃষ্ণচূড়ার মতো--
রামধনু রঙ মাখিয়ে মনের অন্তঃকোনে
ফিরে গেছে আবার ভাবনা ছেড়ে
চিত্ত যেথা ভয়ের মুকুট পরে ছিল সেথা, আনমনে নীরবে।


আজ আবার সেই পথে দেখা হল-
বদলে গেছো কতো-অচেনার মোড়কে
তবু ও, যেন কত চেনা-
সেই চোখ,সেই মুখ-আজ ও অম্লান হয়নি একটুও।
----------------------------- --------------
১০/৮/১৯