এর চেয়ে বেশি কিছু আছে কী
-------------------------
সুতো আর কাঁটাতার দুটি এক
একবার টললেই সব শেষ
তবুও জড়ানোটা সত্যি
মনে হয় খোঁড়াটার,পা দুটো অস্থির।


মেঘ ছুঁয়ে কবরে মিশে যেতে কে চায়?
বরাবরই আমি নেই এ দলে
দিতে চায় যে আঘাত দিক না
সম্বল হাতিয়ার পারবো উঠতে চড়াইয়ে।


কে জানে--কথারা ফুস হতে কতক্ষন?
পালে তো বাতাসের প্রয়োজন বৈকি
অস্বীকার করলে কি চলবে?
হালটা দূর্বল না হলে,লক্ষ্য একেবারে নিশ্চিত।
-------------------------------------------
এ বিষয় চাঁদের এক নিয়মে
------------------------
যদি এই শেষ অন্তিম ধরে নাও,তবে থাক
আর নয় উড়বার ঠিকানা এই পথ যাত্রায়
তুমি তো সমাধি চাইছো!তাই হোক জল রঙ চিহ্ন
পাতা ঝরা সময়ের অবশেষ বলে আর কিছু নেই
বৃথা কেন সংশয় মরু ঝড় চাইবে?
আজ নয় ক্ষয়া চাঁদ এসবের উর্ধ্বে বরাবর যে প্রথম
সাগরের বেলা ভূমে কত ঢেউ গুনেছে!
তবু নেই একটুও ক্লান্তি দুচোখে
আসলে আষাঢ়ে গল্পের মায়া শোক কখনও ধরেনি মুঠোতে
প্রয়োজনে দিতে জানে নিজেকে বিলিয়ে---
--------------------------------------------
-১/২/২৪-অবুঝ মন-