শব্দ চাষির হলোটা কী মেঘ বাদলের দিনে?
একটা কিছু লিখতে বসে খুকখুকিয়ে হিঁচকি টানে!


বলি রোজ রোজ হচ্ছে টা কী কবি মশাই এসব করে?
এই যে এতো দিন বদলের ঘটা চলে ভাবের ঘোরে?


আবেগ জোড়া কথা বলে যায় কি ঢাকা আগুন গোলার?
শুনতে ও হয় প্রেম পূজারীর দেদার জ্বালা নিত্য চলার!


তবু ভীষণ ভালো লাগে উদাস মনের এ পথ চলা
যেমন করে ডাকলে কাছে ভেসে ওঠে পূজোর থালা।


এরপরে আর একলা চলা--বাউল ফকির যায় না বলা।
---------------------------------------------
২৮/৬/২৩-অবুঝ মন-